বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সিলেটে আরও ৮৪ জনের করোনা শনাক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ১৯৯ জন নিউজটি পড়েছেন
দুপুরের মধ্যেই কয়েক জেলায় দেড় শতাধিক মৃত্যু

সিলেট বিভাগে নতুন করে আরও ৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৯৬ জনে। এছাড়াও একই সময়ে আরও তিনজন করোনায় প্রাণ হারিয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৬৩ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়।
গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২ জন। তারা সবাই সিলেটের বাসিন্দা। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৩১৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ১৮২ জন। এছাড়া এ পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭২৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৩২ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেটে ৯ জন ও সুনামগঞ্জে ৩ জন রয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২২৫ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে আরও ৬ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০৯ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩৩১ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English