স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা নিয়ে সিলেটে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধা ও হামলার অভিযোগ উঠেছে। বাম জোট নেতাদের অভিযোগ, পুলিশি বাধার মুখে কর্মসূচি পালন করতে গিয়ে তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে কর্মসূচি পালনে বাধার অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছেন, বাম নেতাদের জেলা প্রশাসকের কার্যালয় ছেড়ে অন্যত্র কর্মসূচি পালন করতে অনুরোধ করা হয়েছে।
বুধবার দুপুরে সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, বিনামূল্যে করোনা পরীক্ষাসহ ৮ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে বাম জোট। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি আহবান করেছিল বাম জোট। এই কর্মসূচি শুরু করার পর পুলিশ এসে বাম জোটের নেতাকর্মীদের উঠে যেতে বলে। এতে রাজি না হওয়ায় পুলিশ হামলা চালায়।
এ সময় ক্যামেরা, মোবাইল, সাউন্ড সিস্টেম ও ব্যানার পুলিশ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন বাম জোটের নেতারা। পুলিশি হামলায় বাসদের (মার্কসবাদী) সদস্য রেজাউর রহমান রানা, প্রসেনজিৎ রুদ্র, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল হোসেন, শ্রাবণ দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে সিলেট নগর শাখার কর্মী সাকিব রানা, দোয়েল রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগঠক লাভলুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বাম জোটের অভিযোগ অস্বীকার করে সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) জ্যোর্তিময় সরকার বলেন, পুলিশ কোনো হামলা চালায়নি। তারা যে এলাকায় কর্মসূচি করছিলেন, সেখানে জেলা প্রশাসকের কার্যালয়, আদালতসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে তাদের এই স্থান ছেড়ে অন্যত্র গিয়ে কর্মসূচি পালন করতে বলেছিল পুলিশ। এতে বাম নেতারাই পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে দাবি করেন তিনি।
এদিকে পুলিশি বাধা ও হামলার পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বাম জোট। নগরীর রেজিস্টারি মাঠে জমায়েত হয়ে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন তারা। এতে বাধা ও হামলাকারী পুলিশ সদস্যদের বিচার দাবি করেছেন বাম জোটের নেতারা। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর কোট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট।
বুধবার অবস্থান কর্মসূচি চলাকালে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসনে সুমন, যুব ইউনিয়ন সিলেট জেলার সভাপতি নিরঞ্জন দাস খোকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল হোসেন প্রমুখ।