রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সুন্দরবনের সত্য ঘটনা নিয়ে অ্যানিমেশন কার্টুন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

বাঘে ছুঁলে ১৮ ঘা পুলিশে ছুঁলে ৩৬ ঘা-এমন একটি কথা প্রচলিত আছে। এবার পুলিশ সুন্দরবন ও বনের বাঘে নিয়ে তৈরি হয়েছে অ্যানিমেশন কার্টুন।

শ্বাসরুদ্ধকর থ্রিলিং সিনেমার চিত্রনাট্য অথবা গা শিউরে ওঠা কিশোর উপন্যাসের কাহিনির চেয়েও কোনো অংশে কম নয়।

সুন্দরবনে বাংলাদেশ পুলিশের প্রশংসিত সত্য ঘটনা অবলম্বনে বিনবিন কার্টুন এবার নির্মাণ করেছে ‘ভয়ংকর সুন্দরবন’ কার্টুন গল্প। রচনা ও পরিচালনা করেছেন রাকিবুল ইসলাম, অ্যানিমেশন করেছেন আরমান বাবু, অ্যানিমেশন কার্টুনটি নির্দেশনা দিয়েছেন শিশুসাহিতিক মামুন সারওয়ার।

অ্যানিমেশনে কণ্ঠ দিয়েছেন ফারজানা ইয়াসমিন, কাজী মৌসুম, কাজী এনায়েত হোসেন, এম. এইচ. পলিন, এম. এইচ. পাবেল ও আরমান বাবু। ডিজাইন করেছেন আরিফুল ইসলাম, আরমান বাবু।

ইতিমধ্যে বিনবিন কার্টুনের আরো উল্লেখযোগ্য কার্টুন গল্প নির্মিত হয়েছে। তারমধ্যে সাত ভাই চম্পা, সর্প কন্যা, হিংসার পরিণাম, মায়ের মমতা, রহস্যের রসগাছ, ঘুমন্ত পরীর রাজকন্যা, জঙ্গলের রাজকন্যা, রূপকথার রাজারানী, রাজা ও পিঁপড়ে, অহংকারী রাজকন্যা, মহামারি করোনাসহ অনেক কার্টুন গল্প।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English