রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সুপ্রিম কোর্টে উচ্ছ্বাসে মেতেছেন আইনজীবীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩২ জন নিউজটি পড়েছেন

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফ্যামিলি ডে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কোর্ট প্রাঙ্গণে ফ্যামিলি ডে-এর অনুষ্ঠান শুরু হয়েছে। দিনটি পরিবার-পরিজনদের নিয়ে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে কাটাচ্ছেন আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘সুপ্রিম কোর্ট বারের ইতিহাসে প্রথমবার পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। দিনব্যাপী এ অনুষ্ঠানে শিশু-কিশোর ও মহিলাদের জন্য বিভিন্ন ধরনের রাইড ও খেলাধুলার আয়োজন রয়েছে।’

আয়োজক সূত্রে জানা গেছে, ফ্যামিলি ডে এর আনন্দ আরও বাড়িয়ে তুলতে দুপুর ২টায় মহিলাদের মিউজিক্যাল চেয়ার খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গান গাইবেন লালনকন্যা খ্যাত সঙ্গীতশিল্পী সালমা। এছাড়া উপজাতীয় নাচ ও ফিউশন ড্যান্স পরিবেশিত হবে। সন্ধ্যার পর ফানুস উড়ানো হবে। থাকবে আতশবাজি এবং হবে শো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English