কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সিনেমায় সুযোগ করে দেয়ার নামে বড়সড় প্রতারণার অভিযোগ উঠেছে ছয় ব্যক্তির বিরুদ্ধে।
টালিউডে অভিনয়ের সুযোগ করে দেবে প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে ওই চক্র।
ইতিমধ্যে চক্রটির দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি চার অভিযুক্তকে খুঁজছে কলকাতার চারু মার্কেট থানার পুলিশ।
পুলিশের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জি-নিউজ জানিয়েছে, গ্রেফতার দুজনের মধ্যে একজনের নাম তিতাস ঘোষ। তিনি কলকাতার আর্টিস্ট ফোরামের সদস্য ও টালিউড অভিনেত্রী। অপরজনের নাম সুজয় ভূঁইয়া।
পুলিশের অভিযোগ, প্রথম সারির টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে সৃজিত মুখার্জির সিনেমাতে গুরুত্বপূর্ণ রোল পাইয়ে দেবে- এমন প্রতিশ্রুতি দিয়ে কলকাতার অনেক তরুণ-তরুণীর কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিচ্ছিল এ চক্রটি। এখন পর্যন্ত ১৯ তরুণ-তরুণী তাদের প্রতারণার শিকার হয়েছেন। থানায় এসে ওই ছয়জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা। এখন পর্যন্ত ২৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র।
এদিকে গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই চারু শিল্পী তিতাসের সদস্যপদ বাতিল করা হয়েছে।