সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সেনাবাহিনী থেকে খালেদা জিয়াকে চিঠি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

সেনাবাহিনীর সদর দপ্তর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পেনশন সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা ২৩ মিনিটে বেগম জিয়ার গুলশানের বাসভবনে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে এই চিঠি পৌঁছে দেয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করে বলেন, ‘পেনশন সংক্রান্ত কাগজপত্র পাঠিয়েছে। অন্য কোন বিষয় নয়।’

বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের সহধর্মিনী। ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত হন তিনি। এরপর থেকেই বিএনপি চেয়ারপারসন সেনাবাহিনী থেকে পেনশন পান বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English