শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সেলিমের ‘রাবেয়া’ হচ্ছেন ফারিয়া

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৪৬ জন নিউজটি পড়েছেন
সেলিমের ‘রাবেয়া’ হচ্ছেন ফারিয়া

গুনিন নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম। আগস্টের মাঝামাঝি ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে। এ ছবিতে রাবেয়া নামে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এখনো আনুষ্ঠানিক চুক্তি না হলেও পরিচালকের সঙ্গে মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।

গল্পটি প্রায় ৫০ বছর আগের। তখনকার রক্ষণশীল গ্রামীণ সমাজের মুসলমান একজন নারী রাবেয়া। এ রকম চরিত্র আগে করা হয়নি ফারিয়ার। তিনি বলেন, ‘এ কাজ নিয়ে প্রায় দুই মাস ধরে সেলিম ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে। গল্পটি খুব সুন্দর। রাবেয়া চরিত্রটিও আমার পছন্দ হয়েছে।’

পরিচালক গিয়াসউদ্দিন সেলিম জানান, গুনিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জন্য তৈরি হবে। তাঁদের সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত। তিনি বলেন, ‘চরকির সঙ্গে চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গেই শিল্পীদের সঙ্গে চুক্তি সেরে ফেলব।’ রাবেয়া চরিত্রে নুসরাত ফারিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন অভিনয়শিল্পীকে নানা রকম চরিত্রে অভিনয় করতে হবে। যদিও চরিত্রটি ফারিয়ার জন্য নতুন, তারপরও চরিত্রটি তাকে দিয়ে করানো যাবে, সে পারবে।’

গুনিন-এর চিত্রনাট্য তৈরি হচ্ছে হাসান আজিজুল হকের একই নামের ছোটগল্প থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English