বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:০২ অপরাহ্ন

সৌদি আরবে কোরআনের একাধিক পুরনো শিলালিপি আবিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

সৌদি আরবের একজন ঠিকাদার মক্কার আল-মাআলাত কবরস্থানের কাছে খননকালে কোরআনের একাধিক শিলালিপি আবিষ্কার করেছে।

পরে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে। মিডল ইস্ট মনিটর।

আল-মাআলাত কবরস্থানের নিকটবর্তী স্থানে একটি স্মার্ট পার্কিং প্রকল্পের কাজ করছেন ওই ঠিকাদার।

স্মার্ট পার্কিংয়ের কাজ চলাকালীন তিনি কিছু পাথরের উপর পবিত্র কোরআনের আয়াত লেখা দেখতে পান।

এসব পাথরের মধ্যে একটি পাথর আব্বাসীয় শাসনামল অর্থাৎ ৬৫৫ হিজরি সময়ের। আবিষ্কৃত পবিত্র কোরআনের শিলালিপিগুলো

ওই ঠিকাদার মক্কা নগরীর কর্মকর্তা মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-কওইহাস এবং নগরীর পর্যটন উন্নয়ন কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হিশাম বিন মোহাম্মদ মাদানীর উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English