রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

স্কিটিতে শুরু হলো ১১ দিনের এসএমই পণ্যমেলা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

চামড়াজাত পণ্যসহ ক্ষুদ্র ও কুটিরশিল্প খাতের উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে শুরু হয়েছে ১১ দিনব্যাপী অমর একুশে মেলা।

বিসিকের আয়োজনে এ মেলায় ৬০টি স্টলে চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটিরশিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, প্রসাধনী, বুটিক, শাড়ি-কাপড়, থ্রিপিছ, মধুসহ বিভিন্ন দেশি পণ্যের উদ্যোক্তারা এতে অংশ নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার এ মেলার উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান। মেলায় বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটিরশিল্পজাত পণ্য ও মধু বিক্রয় করা হবে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক মহাব্যবস্থাপক ও স্কিটির অধ্যক্ষ প্রকৌশলী মো. শফিকুল আলম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English