মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

স্থগিত কেন্দ্রে আটকে আছে ফলাফল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৩৩ জন নিউজটি পড়েছেন

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো: পারভেজ মিয়া (নৌকা)। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে মোট ২৮টি কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্রে পারভেজ ৪৩৮ ভোটে এগিয়ে আছেন। অন্যদিকে স্থগিত ওয়ালী নেওয়াজ খান কলেজ কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৮৫২ জন। ফলে নির্বাচনে জয়-পরাজয় ওই কেন্দ্রের ফলাফলের ওপর নির্ভর করছে।

বেসরকারিভাবে পাওয়া ফলাফলে ২৭টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো: পারভেজ মিয়া (নৌকা) পেয়েছেন ২০ হাজার ৯২০ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইসরাইল মিঞা (ধানের শীষ) পেয়েছেন ২০ হাজার ৪৮২ ভোট।

পৌরসভার ২৮টি কেন্দ্রের মধ্যে শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্র দখল করে ব্যালট ছিনতাই করলে কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম। এখন ওই কেন্দ্রেই আটকে আছে ফলাফল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English