সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

স্বর্গে গিয়ে তোমায় আলিঙ্গন করব : পেলে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৪০ জন নিউজটি পড়েছেন

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার চলে যাওয়ার এক সপ্তাহ হয়ে গেল। ব্রাজিলে চিরাচরিত রীতি অনুযায়ী প্রয়াত ব্যক্তিকে মৃত্যুর ৭ দিন পরে শ্রদ্ধা জানানো হয়। এবার সেই কাজটাই করলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে। চিরপ্রতিদন্দ্বী ম্যারাডোনার উদ্দেশ্যে তিনি সোশ্যাল সাইটে ছড়িয়ে দিলেন একগুচ্ছ ভালোবাসা আর সম্মান।

ইনস্টাগ্রামে ম্যারাডোনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে পেলে লিখেন, ‘আজ ৭ দিন হয়ে গেল, তুমি নেই। অনেক মানুষ আছেন, যারা সারা জীবন তোমার সঙ্গে আমার তুলনা করে এসেছেন। তুমি একজন জিনিয়াস। বিশ্বকে মাতিয়ে দিয়েছিলে। তোমার পায়ে বল মানেই জাদু। তুমি সত্যিকারের কিংবদন্তি। কিন্তু এসব কিছুর থেকেও বড় কথা হল, আমার কাছে তুমি সবসময় একজন খুব ভাল বন্ধু। তোমার হৃদয়টা অনেক বড়।’

তিনি আরও লিখেন, ‘আমি জানি, যদি আমরা পরস্পরের এই তুলনা না করে যদি একজন আরেকজনকে শ্রদ্ধা করতাম, তাহলে আজ পৃথিবীটা হয়ত আরেকটু সুন্দর হতো। তাই আজ আমি বলতে চাই, তুমি অতুলনীয়। তোমার পরিচয় তোমার সততা। তুমি তোমার নিজস্ব অননুকরণীয় ভঙ্গিতে আমাদের ভালবাসতে শিখিয়েছ। সঙ্গে এটাও শিখিয়েছ, যত বেশি সম্ভব আমরা যেন “আই লাভ ইউ” বলতে পারি। কিন্তু তুমি এত তাড়াতাড়ি চলে গেলে যে, আমি আর সেটা তোমাকে বলতে পারিনি।’

পেলে লিখেছেন, ‘আজ এখানে লিখছি, আই লাভ ইউ, দিয়েগো। বন্ধু, আমাদের এই পুরো যাত্রার জন্য তোমাকে অজস্র ধন্যবাদ। কোনও একদিন স্বর্গে গিয়ে আমরা একই দলে খেলব। আর সেদিন প্রথমবারের জন্য একটাও গোল না করেও আমি আনন্দে লাফিয়ে সেলিব্রেট করব। কারণ সেদিন আরও একবার তোমাকে আলিঙ্গনের সুযোগ পাব আমি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English