রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ সদস্য নিহত হয়েছেন।
শনিবার সকাল ৭টার দিকে গোদাগাড়ী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ল্যান্স নায়েক যোবায়ের ও সাঈদ।
গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সকালে গোদাগাড়ী কলেজ মোড়ে বিজিবির ট্রাকের সঙ্গে কাপড়বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিজিবির ল্যান্স নায়েক যোবায়ের মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান ল্যান্স নায়েক সাঈদ।
ওসি আরও বলেন, ৫৯ বিজিবির ১২ জন এবং ৫৩ বিজিবির ৯ জন সদস্য নিয়ে প্রশিক্ষণের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে বিজির ২১ জন সদস্য নিয়ে একটি ট্রাক আসছিল। বিপরীত দিক থেকে আসছিল একটি কাপড়বোঝাই ট্রাক। দুটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই যোবায়ের মারা যান। হাসপাতালে মারা যান সাঈদ।
দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানান তিনি।