বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন

হাদিসের কথা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩৮ জন নিউজটি পড়েছেন
হাদিসের কথা

ঘরে নফল নামাজ আদায় করা
আহমদ ইবনু সুলায়মান রহ:… যায়দ ইবনু সাবিত রা: থেকে বর্ণিত যে, নবী সা: মসজিদে একটি চাটাইকে হুজরার মতো বানিয়ে নিলেন। রাসূলুল্লাহ সা: তাতে কয়েক রাতে সালাত আদায় করলে কিছু লোকও তাঁর সাথে একত্র হয়ে গেল। পরে এক রাতে তারা তার কোনো সাড়া শব্দ না পেয়ে অনুমান করল যে, তিনি হয়তো ঘুমিয়ে আছেন। তাই কেউ কেউ গলা খাঁকারি দিতে লাগল, যাতে তিনি তাদের সামনে বেরিয়ে আসেন। তিনি বললেন, আমি তোমাদের আমার সাথে রাতে জামাতে নফল সালাত আদায় করতে বরাবর দেখেই আসছি। তাতে আমার ভয় হয় যে, তা তোমাদের ওপর ফরজই না করে দেয়া হয়। যদি তা তোমাদের ওপর ফরজ করে দেয়া হয় তবে তোমরা তা যথাযথরূপে আদায় করতে সক্ষম হতে না। অতএব, হে লোক সব! তোমরা আপন আপন ঘরেই নফল সালাত আদায় করবে, কেননা ফরজ সালাত ছাড়া মানুষের অধিক উত্তম সালাত তার ঘরেই আদায়কৃত সালাত।
(সুনানে নাসাই ১৬০২। বুখারি ৭২৯০, মুসলিম (ইসলামিক সেন্টার) : ১৭০২, ইরউয়াউল গালীল ৪৪৩)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English