রাসুল (সা.)-এর চার উপদেশ
আবু জামরাহ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস (রা.)-এর সঙ্গে বসতাম। তিনি আমাকে তাঁর আসনে বসাতেন। একবার তিনি বলেন, তুমি আমার কাছে থেকে যাও, আমি তোমাকে আমার ধন-সম্পদ হতে কিয়দংশ প্রদান করব। আমি তাঁর সঙ্গে দুই মাস থাকলাম। অতঃপর একদা তিনি বলেন, আবদুল কায়েসের একটি প্রতিনিধিদল আল্লাহর রাসুল (সা.)-এর কাছে আগমন করলে তিনি বলেন, তোমরা কোন গোত্রের? কিংবা বলেন, কোন প্রতিনিধিদলের? তারা বলল, রাবিআ গোত্রের। তিনি বলেন, স্বাগতম সে গোত্র বা সে প্রতিনিধিদলের প্রতি, যারা অপদস্থ ও লজ্জিত না হয়েই আগমন করেছে। তারা বলল, হে আল্লাহর রাসুল! শাহরুল হারাম (সম্মানিত চার মাস) ছাড়া অন্য কোনো সময় আমরা আপনার কাছে আসতে পারি না। আমাদের ও আপনার মধ্যে মুজার গোত্রীয় কাফিরদের বসবাস। তাই আমাদের কিছু স্পষ্ট নির্দেশ দিন, যাতে করে আমরা যাদের পিছনে ছেড়ে এসেছি তাদের অবগত করতে পারি এবং যাতে করে আমরা জান্নাতে দাখিল হতে পারি। তারা পানীয় সম্বন্ধেও জিজ্ঞেস করল। তখন তিনি তাদের চারটি বিষয়ের আদেশ এবং চারটি বিষয় হতে নিষেধ করলেন। তাদের এক আল্লাহতে বিশ্বাস স্থাপনের নির্দেশ দিয়ে বলেন, এক আল্লাহর প্রতি কিভাবে বিশ্বাস স্থাপন করা হয় তা কি তোমরা অবগত আছ? তাঁরা বলল, আল্লাহ ও তাঁর রাসুলই অধিক জ্ঞাত। তিনি বলেন, তা হচ্ছে এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ (সা.) আল্লাহর রাসুল এবং সালাত প্রতিষ্ঠা করা, জাকাত আদায় করা, রমজানের সিয়ামব্রত পালন করা; আর তোমরা গনিমতের সম্পদ থেকে এক-পঞ্চমাংশ আদায় করবে। তিনি তাদের চারটি বিষয় থেকে বিরত থাকতে বলেন। আর তা হচ্ছে, সবুজ কলস, শুকনো কদুর খোল, খেজুর বৃক্ষের গুঁড়ি থেকে তৈরি বাসন এবং আলকাতরা দ্বারা রাঙানো পাত্র। (বুখারি, হাদিস : ৫৩)
ছাত্রদের জন্য দোয়া করো
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) একবার আমাকে জাপটে ধরে বলেন, ‘হে আল্লাহ!
আপনি তাকে কিতাবের (কোরআন) জ্ঞান দান করুন।’
(বুখারি, হাদিস : ৭৫)