শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

হেফাজতের ২৮ শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে ৬ মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৭৭ জন নিউজটি পড়েছেন
মামলায় হেফাজত নেতাদের নাম না থাকায় প্রশ্ন

রোববার হেফাজতে ইসলামের হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ মারধরসহ নাশকতার অভিযোগে ছয়টি মামলা দায়ের করেছে পুলিশ ও র‍্যাব। এসব মামলায় হেফাজতে ইসলামের ২৮ শ’ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এ দিকে হরতালের সময় সিদ্ধিরগঞ্জ এলাকায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার হাজার গুলি ছুড়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। তিনি জানান, সোমবার রাতে মামলাগুলো দায়ের করা হয়েছে। ব়্যাব ও পুলিশের মোট ছয়টি মামলা দায়ের করে।

থানা সূত্রে জানা গেছে, পুলিশের মামলায় ১২৫ জনের নাম এজাহারে উল্লেখ ও অজ্ঞাত ২২ থেকে ২৩ শ’ জনকে আসামি করা হয়। অপর দিকে র‍্যাবের পক্ষ থেকে দায়ের করা মামলায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

ওসি মশিউর রহমান জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাগুলো দায়ের করা হয়েছে। একটি মামলায় সরকারি কাজে বাধা দিয়ে পুলিশের ওপর হামলা ও আহত করার অভিযোগ আনা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

ওসি মশিউর আরো জানান, ব়্যাব-পুলিশের কয়েকটি টিম নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। সকলকে আইনের আওতায় আনা হবে।

ওসি জানান, হরতালে ১৮টি ট্রাক, বাস, কাভার্ডভ্যানে আগুন, যানবাহনে ভাংচুর, সাংবাদিকদের মারধর করেছে হেফাজতকর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় চার হাজার রাউন্ড গুলি (রাবার, সিসা ও চাইনিজ রাইফেল) ছুড়েছে পুলিশ। প্রায় এক থেকে দেড়শ’ কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার হেফাজতের ডাকা হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত ছিল হরতাল সমর্থকদের দখলে। তখন দফায় দফায় বিজিবি-পুলিশের সাথে হরতাল সমর্থকদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। মহাসড়কটি ভোর থেকে রাত পর্যন্ত ছিল হরতাল সমর্থকদের দখলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English