১০০ জনকে বিনামূল্যে মাল্টিমিডিয়া ডিজাইনার, মোশন ডিজাইনার, ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, অ্যানিমেশনের ওপর কোর্স করার সুযোগ দিচ্ছে লার্নিং ল্যাব নামের একটি প্রতিষ্ঠান।
বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বর্তমান মহামারীতে প্রায় সব কিছুতে ব্যাঘাত ঘটলেও ব্যাঘাত ঘটেনি তথ্য প্রযুক্তিতে।
বর্তমানে মাল্টিমিডিয়া ডিজাইনার, মোশন ডিজাইনার, ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, অ্যানিমেটরদের ব্যাপক চাহিদা। বিশ্ববাজার থেকে শুরু করে দেশের চাকরীক্ষেত্রে এদের প্রচুর চাহিদা থাকলেও নেই উন্নত এবং দক্ষ জনশক্তি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানাচ্ছে, সেই জনশক্তি তৈরির লক্ষ্যে লার্নিং ল্যাব বিভিন্ন কোর্সে ১ম ১০০ জনকে ১০০ ভাফ স্কলারশিপ প্রদান করছে। যেন যারা সত্যিকার অর্থেই কাজ শিখতে চায় কিন্তু, তেমন কোনও সুযোগ পাচ্ছে না বা আর্থিক সংকটের কারণে শেখা হয়ে উঠছে না তারা শিখতে পারবে এই সকলারশিপের আওতায়।
স্কলারশিপের জন্য আবেদন করতে এখানে ক্লিক করে ফরমটি পূরণ করতে হবে। লার্নিং ল্যাব সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে- ০১৩১৪৪৪৭৪১৫