রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন

১০ মিনিটেই ভেঙে গেল সংসার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৩৭ জন নিউজটি পড়েছেন

বিখ্যাত অটোমান বা ওসমানি সাম্রাজ্যের প্রবক্তা ছিলেন দিরিলিস এরতুগ্রুল। এ সাম্রাজ্য প্রতিষ্ঠার কাহিনি নিয়ে নির্মিত হয়েছিল ঐতিহাসিক ড্রামা সিরিয়াল ‘দিরিলিস এরতুগ্রুল’। যা বিশ্বব্যাপী বহুল জনপ্রিয়তাও পেয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি দর্শক দেখেছেন এই সিরিয়ালটি। তাই সম্প্রতি গিনেস বুকে নাম উঠেছে এই সিরিয়ালটির।

এ সিরিয়ালে দিরিলিসের স্ত্রী হালিমে সুলতানের ভূমিকায় অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন এসরা বিলজিক।

এ অভিনেত্রী প্রণয় সূত্রে ঘর বেঁধেছিলেন তুরস্কের ফুটবলার গোখন তোরের সঙ্গে। সেই ঘর যেন এখন জ্বলন্ত উনুন। ১০ মিনিটেই ভেঙে গেছে ছয় বছর ভালোবেসে পাতা এসরার সংসার! গত মে মাসে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

তুরস্কের ইন্টারন্যাশনাল দ্য নিউজ জানাচ্ছে, ‘দিরিলিস’খ্যাত এই তারকা অভিনেত্রী ২০১৪ সাল থেকে প্রেম শুরু করেন তোরের সঙ্গে। ২০১৭ সালে তুরস্কের প্রসিডেন্ট তাইয়েপ এরদোয়ানের উপস্থিতিতে তাঁরা বিয়ে করেন জমকালো আয়োজনে। তবে ব্যক্তিগত নানা কারণে আর একসঙ্গে থাকা হচ্ছে না তাঁদের।

গেল মে মাসে তাঁরা বিচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেছেন। এ জন্য আদালতে হাজির হয়েছিলেন তুরস্কের এ দুই তারকা। সেখানে এসরাকে তাঁর সাবেক স্বামী তোরের সম্পদের ওপর দাবি আছে কি না জিজ্ঞেস করেন আদালত। জবাবে তিনি বলেন, তোরের কাছে তাঁর কিছুই প্রত্যাশা নেই। কোনো সম্পত্তি তিনি চান না। মুক্তি চান সম্পর্ক থেকে।

এদিকে তোরেকে জিজ্ঞেস করা হলে তিনিও তাঁর স্ত্রী সম্পর্কে কোনো অভিযোগ বা সমস্যার কথা বলেননি। তাই দুই পক্ষের অনুমতিতে মাত্র ১০ মিনিটেই শেষ হয়েছে তাঁদের ডিভোর্স কার্যক্রম।

প্রসংগত, সদ্য একা হয়ে যাওয়া এসরা তাঁর হিট ড্রামা ‘রামো’র নতুন মৌসুম নিয়ে আবারও ফিরছেন দর্শকদের সামনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English