প্রায় চার মাস বন্ধ থাকার পর আগামী ১২ জুলাই থেকে খুলবে হিফজখানা ও হাফেজি মাদ্রাসা। বুধবার ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনার শর্তে মাদ্রাসা খোলার অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
করোনাভাইরাসের বিস্তার রোধে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো হাফেজি মাদ্রাসাও গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে। সারাদেশে প্রায় চার হাজার হাফেজি মাদ্রাসায় কয়েক লাখ শিক্ষার্থী রয়েছে। পবিত্র কোরান মুখস্থ করছে এসব শিক্ষার্থী।
ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোরানের হাফেজ হতে নিরিবিচ্ছন্ন অধ্যয়ন প্রয়োজন। তাই শীর্ষ আলেমদের পরামর্শে হাফেজি মাদ্রাসা ও হিফজখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।