২০১৯ সালে চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ঐ সময় ১৩ ধরনের করোনা ছড়িয়ে পড়েছিল চীনের হুবেই প্রদেশের উহান শহরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মিশন প্রধান পিটার বেন এমবারেক মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেন, ডিসেম্বরে ব্যাপকভাবে করোনা উহানে ছড়িয়ে পড়েছিল। যেটা একটি নতুন তথ্য।
ডেনিশ এই বিজ্ঞানী আরো বলেন, ডিসেম্বরে উহানে হাজারের চেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন।এদের মধ্যে কেই মার্কেট থেকে আক্রান্ত হয়েছেন। আবার কারো আক্রান্ত হওয়ার সঙ্গে মার্কেটের সংশ্লিষ্টতা নেই।
২০২০ সালের শেষের দিকে করোনার নতুন ধরন পাওয়ার কথা জানায় যুক্তরাজ্য । ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়, নতুন ঐ ধরন ৭০ শতাংশের বেশি সংক্রামক। এছাড়া দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলেও করোনার নতুন ধরন পাওয়া যায়। ঐ ধরনগুলোও স্বাভাবিকের চেয়ে বেশি সংক্রামক বলে জানা গেছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল যে করোনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাইছে না চীন।