মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৪৩ অপরাহ্ন

২২০৪ জন পাচ্ছেন সরকারি চাকরি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

এই বিসিএসে আবেদন করেছিলেন মোট তিন লাখ ৪৬ হাজার ৪৪৬ জন। এদের মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় ৮ হাজার ৩৭৭ জন উত্তীর্ণ হন।

এরপর দুই হাজার ২০৪ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করে পিএসসি। তাদের মধ্যে এক হাজার ৬১১ জন পুরুষ এবং ৫৯৩ জন নারী রয়েছেন।

সুপারিশ প্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে রয়েছেন ৩০৬ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, কর ক্যাডারে ৩৫ জন, নিরীক্ষা ও হিসাবে ৪৫ জন, আনসার ক্যাডারে ৩৮ জন, কৃষিতে ২৪১ জন, মৎস্যে ২০ জন, স্বাস্থ্যে ২৯১ জন, পশুসম্পদ ক্যাডারে ৮৫ জন, বন ক্যাডারে ২২ জন, গণপূর্তে ৯৭ জন, সাধারণ শিক্ষা ও কারিগরি ক্যাডারে ৭৬৮ জন।

ফল পাওয়া যাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English