শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

৩০০ কোটি ডলারের সুপারকম্পিউটিং সেন্টার স্থাপন করছে চীন!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৭০ জন নিউজটি পড়েছেন
৩০০ কোটি ডলারের সুপারকম্পিউটিং সেন্টার স্থাপন করছে চীন!

চলতি বছরের শেষে মহাশূন্যর প্রাপ্ত সকল তথ্যের গবেষণার জন্য ৩০০ কোটি ডলার ব্যয়ে সুপারকম্পিউটিং সেন্টার স্থাপন করবে চীনের সাউদার্ন স্পেস পোর্ট ওয়েনচাং। ২০২২ সাল থেকে মহাকাশ ও সমুদ্র ক্ষেত্রের পাশাপাশি দেশের বাণিজ্য ক্ষেত্রেও বিশাল ডাটা সার্ভিস প্রদান করবে এ সেন্টারটি।

এছাড়াও দেশটির সরকার উৎক্ষেপণের চাহিদার ভিত্তিতে হাইনানে বাণিজ্যিক স্পেস তৈরির কথা জানায়। চীনের লক্ষ্য পরবর্তী দশকের মধ্যে বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ। এর মাধ্যমে কয়লা রফতানি প্রক্রিয়ায় নজরদারি করার জন্য এয়ারক্রাফটে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করা সম্ভব হবে। যার জন্য চীনকে একসঙ্গে স্যাটেলাইট বহনকারী বড় রকেট ও উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করতে হবে।

প্রসঙ্গত, বর্তমানে চীনের চারটি উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে। এর তিনটি ইনল্যান্ডে এবং একটি হাইনান প্রদেশের ওয়েনচাংয়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English