৩৬তম বিসিএসে উত্তীর্ণ ক্যাডারদের সংগঠন ‘৩৬তম বিসিএস ক্যাডারস অ্যাসোসিয়েশনের’ আংশিক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে এই কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। এতে সব ক্যাডার সার্ভিসের প্রতিনিধিদের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন প্রশাসন ক্যাডারের আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক হন পুলিশ ক্যাডারের গোলাম রুহানী।
অ্যাসোসিয়েশনের সদ্য নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক ছাত্র। কর্মজীবনে তিনি বর্তমানে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া প্রশাসন ক্যাডারে যোগদানের আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
গোলাম রুহানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সা্বেক ছাত্র। তিনি বর্তমানে সহকারী পুলিশ সুপার হিসেবে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। এর আগে তিনি ৩৪তম বিসিএস আনসার ক্যাডারে কর্মরত ছিলেন।