বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন

৩ হাজার পরিবারকে ৬ দফা খাদ্য সহায়তা দিয়েছেন ডিপজল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

মনোয়ার হোসেন ডিপজল একজন খল অভিনেতা হিসেবে আলোচিত-সমালোচিত যেমন; আবার ‘চাচ্চু’ ধরনের সিনেমার জন্য নিজের অন্য একটি চেহারাও দৃশ্যমাণ করেছেন দেশীয় চলচ্চিত্র দর্শকদের মাঝে। আর ব্যক্তি ডিপজল কেমন? সেটা হয়তো আপেক্ষিক। কখনো ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার হিসেবে সমালোচিত হয়েছেন আবার মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসাও পেয়েছেন।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণের সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে দেশের অনেক তারকাই এগিয়ে আসেন। আবার অনেক শীর্ষ তারকারাও কোয়ারেন্টিন থেকে আলোর মুখ দেখেননি। অর্থাৎ মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি। দেশীয় চলচ্চিত্রের শীর্ষ তালিকায় থাকা বেশ কয়েকজন চিত্রনায়ক এ জন্য নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েন।

তবে এদিক থেকে একজন খল অভিনেতা হয়েও মনোয়ার হোসেন ডিপজল ছিলেন অনন্য। গত রমজান মাসে চলচ্চিত্র শিল্পী সমিতিতে ডিপজল নগদ দুই লাখ টাকা প্রদানসহ ৬ দফা শিল্পীদের খাদ্য সহায়তা প্রদান করেছেন।

‘শিল্পী সমিতিতে তো অল্প কয়েকজন মানুষ, ৩০০-৪০০ হইবো। ওইটা কোনো সমস্যা না। শিল্পী গো লিগা সমস্যা হইবো না। তয় আমি আমার এলাকায় যতটুক পারছি দিছি। এহন তো দুর্যোগ তেমন নাই। আবার মানুষজন বিপদে পড়লে আমি হেল্প করমু’- সাথে আলাপকালে এভাবেই ব্যক্ত করছিলেন করোনাকালের সহায়তা সম্পর্কে।

ডিপজল বলেন, ‘আল্লাহ আমারে যতটুকু দিছে আমি সেইখান থিকা যতটুকু পারমু দিমু। সামনে কুরবানি আইতাছে। এইবার বেশি কুরবানি দিমু না। যতটুক না দিলেই হয় না, ততটুক দিমু। তয় এই ভাইরাসের কথা তো কওন যায় না। কুরবানির আগে যদি চইলা যায় তয় এইবার আমি আরো বেশি কইরা কুরবানি দিমু। গরু রেডি রাখছি, হয়তো আরো কিছু কিনতে হইবো।’

ডিপজল সহায়তা করেছেন মিরপুর, গবতলী এলাকার ( ঢাকা উত্তরের ৯ নম্বর ওয়ার্ড) দেড় হাজার পরিবারকে। কার্যত লকডাউনের সময় প্রতিটি পরিবারকে ৬ দফা সহায়তা করেছেন। যার প্রতিটি দফায় ৫ কেজি চাল, ডাল, লবণ ও আনুষাঙ্গিক প্রয়োজনীয় জিনিসঅপত্র দিয়েছেন। একইভাবে দেড় হাজার পরিবারকে সসহায়তা দিয়েছেন সাভারের ফুলবাড়িয়া এলাকায়।

ডিপজল বুধবার দুপুরে বলেন, ‘আসলে ভাই আমি তো শুধু চলচ্চিত্রের মানুষের কথা ভাবতাছি আর অন্য মানুষের কথা ভাবতাছি না, এমুন তো না। আমি আমার এলাকার মানুষজনের পাশে সব সমায় ছিলাম, আছি। দ্যাশের মানুষ আমারে অভিনেতা হিসাবে চিনে।, কিন্তু আমি তৈ জনগণের প্রতিনিধি আছিলাম। তাগো লিগা তো আমার কর্তব্য আছে। সাভারের ফুলবাড়িয়া এলাকায় আমার শুটিং স্পট আছে। তার আশেপাশে খুব বেশি মানুষ নাই। আমি দেড় হাজারের মতো পরিবার পাইছি। তাগো লিগা আমি বিভিন্ন সময় প্রয়োজন মতো চাউল ডাউল পাডাইছি।’

ফুলবাড়িয়াতেও ডিপজল ৬ দফা সহায়তা করেছেন বলে জানা গেছে। যার মধ্যে প্রতি দফায় ৫ কেজি চাল, ডাল, তেল লবণ সহ আনুষাঙ্গিক দ্রব্যাদি ছিল। চলচ্চিত্র নিয়েও চিন্তিত ডিপজল বললেন, ‘এই সংকট কাইটা যাউক তারপরে দেহা যাউক আমগো ফিল্মের কী হয়। আমি আমার দিক থন সর্বোচ্চ হেল্প করুম।’

১৫ জুন, ১৯৫৮ সালে ঢাকার মিরপুরের বাগবারিতে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে তার। তিনি ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জোবেদা ফিল্মস, পর্বত পিকচার্স-২, ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সক্রিয়। প্রথমে খল চরিত্রে অভিনয় করলেও চাচ্চু চলচ্চিত্রের মাধ্যমে তিনি ভালো চরিত্রে অভিনয় শুরু করেন। এছাড়াও মা-বাবাকে হারানোর বেদনা থেকে তিনি একটি বৃদ্ধাশ্রমও গড়ে তুলেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English