সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

৪ ছবি করেই কিনলেন ৩৯ কোটি রুপির ফ্ল্যাট

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৪১ জন নিউজটি পড়েছেন

বলিউডের তরুণ প্রজন্মের নায়িকা জাহ্নবী কাপুর। শ্রীদেবীর মেয়ে। বয়স মাত্র তেইশ বছর। ২০১৮ সালে ‘ধাড়াক’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। এরপর একে একে অভিনয় করেন ‘ঘোস্ট স্টোরিস’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ ছবিতে।

চমকপ্রদ তথ্য হচ্ছে, মাত্র ২৩ বছর বয়সেই জাহ্নবী কিনে ফেলেছেন বিলাসবহুল এক ফ্ল্যাট, যার দাম ৩৯ কোটি রুপি। আপাতত নতুন এই বাড়ি সাজাতে ব্যস্ত জাহ্নবী।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ জানায়, জুহুতে ৩ হাজার ৪৫৬ স্কোয়ার ফিটের ওই ফ্ল্যাট কেনার জন্য জাহ্নবী গত বছরের ৭ ডিসেম্বর চুক্তি করেন। নতুন বাড়ির রেজিস্ট্রেশন বাবদ ব্যয় করেন ৭৮ লাখ রুপি।

শ্রীদেবী-কন্যা এই বয়সে বাড়ি কিনে যেন সবাইকে চমকে দিলেন। বলিউডে এ নিয়ে চলছে আলোচনা।

মুম্বাইয়ের লোখন্ডওয়ালায় বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুরের সঙ্গে থাকেন জাহ্নবী। মায়ের মৃত্যুর পরপরই বলিউডে পা রাখেন জাহ্নবী। খুব শিগগিরই জয়া আখতারের ‘গোস্ট স্টোরিজ’-এ দেখা যাবে তাকে। এরপর ‘দোস্তানা টু’ এবং ‘রুহি আফজানা’ ছবি নিয়ে পর্দায় হাজির হবেন শ্রীদেবী-কন্যা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English