রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

৫ কোটি টাকার জাল স্ট্যাম্প ডলার ও টাকাসহ দুজন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

ররাজধানীর সেগুনবাগিচা ও যাত্রা বাড়িতে অভিযান চালিয়ে ৪ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডলার ও টাকাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন, মো. আলফাজ উদ্দিন (৬০) ও মো. মাসুদ (৫০)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধা থেকে শুক্রবার ভোর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস এম শামীম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প, ডলার ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস এম শামীম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর ভবনের নিচ তলায় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ আলফাজকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত ভোর অভিযান চালিয়ে এই চক্রের মাস্টারমাইন্ড মাসুদকে যাত্রাবাড়ি বিবির বাগিচার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ওই বাসায় জাল স্ট্যাম্প, ডলার ও টাকা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। মাসুদ গত ৮ বছর ধরে এ কাজ করছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সারা দেশেই তার এজেন্ট রয়েছে। তিনি আরো বলেন, সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয়া। এই চক্রের অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English