অতিরিক্ত আইজিপি পদে ৬ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে ৪ জন ইতোমধ্যে অতিরিক্ত আইজি হিসেবে চলতি দ্বায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত আইজি হিসাবে চলতি দায়িত্বে থাকা মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, এস এম রুহুল আমিন, মল্লিক ফখরুল ইসলাম ও মো. কামরুল আহসান পূর্ণ দায়িত্ব পেয়েছেন। ইব্রাহীম ফাতেমী ও রুহুল আমিন পুলিশ সদর দপ্তরে কর্মরত আছেন। মল্লিক ফখরুল হাইওয়ে পুলিশে ও কামরুল এন্টি টেররিজম ইউনিটে দায়িত্ব পালন করছেন।
এছাড়া ডিআইজি মাজহারুল ইসলাম ও খন্দকার গোলাম ফারুককে একই প্রজ্ঞাপনে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি করা হয়েছে। মাজহারুল ইসলাম পুলিশের বিশেষ শাখায় ও খন্দকার গোলাম ফারুক পুলিশ একাডেমি সারদায় রয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।