বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন

অতিরিক্ত যাত্রী বহন করায় দুই লঞ্চকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৫৩ জন নিউজটি পড়েছেন
লঞ্চ চলাচলের সময় বেড়েছে

ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া বেশি আদায় এবং স্বাস্থ্যবিধি না মানায় চাঁদপুরে দুই লঞ্চকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে চাঁদপুর লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।
সরজমিনে গিয়ে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে এমভি ঈগল-৩ লঞ্চকে অতিরিক্ত ভাড়া আদায় এবং লঞ্চে স্বাস্থ্যবিধি উপেক্ষা করার ৫ হাজার টাকা এবং সোনার তরী লঞ্চকে ধারণ ক্ষমতার অধিক যাত্রী নেয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

লঞ্চের যাত্রীরা জানান, একদিকে লঞ্চগুলো ভাড়া বেশি নিচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করছে। যাত্রীসেবায় কোন নিয়মই মানা হচ্ছে না। যে যেমন পারছে, ঠিক ওই ভাবে ভাড়া বেশি নিচ্ছে। আমরা সাধারণ যাত্রীরা এর তীব্র প্রবিবাদ জানাই।

চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহেদুল ইসলাম বলেন, চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের হট্টগোল শুনে আমরা সেখানে যাই। সেখানে ঈগল-৩ লঞ্চের ভিতরে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করে যাত্রীদের সাথে লঞ্চ স্টাফদের বাকবিত-া চলছিল। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এঘটনায় কোন হতাহত কিংবা আটক হয়নি।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক কায়সারুল ইসলাম বলেন, সোনার তরী লঞ্চ শতাধিক যাত্রী বেশি নিয়েছে এবং এমভি ঈগল-৩ লঞ্চ যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়।
এসব অভিযোগের সত্যতা পাওয়ায় লঞ্চ দুটিকে মোবাইল কোর্টের আওতায় এনে জরিমানা করা হয়। এছাড়া পরবর্তীতে এমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English