সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

অন্তঃসত্ত্বার গুঞ্জনে যা বললেন বুবলী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৩৫ জন নিউজটি পড়েছেন
বুবলী

গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল শবনম বুবলী অভিনীত শেষ ছবি ‘বীর’। এরপর থেকেই অনেকটা বেপত্তা তিনি। প্রায় এক বছর ছিলেন চলচ্চিত্রাঙ্গনের বাইরে। এছাড়া সামাজিক মাধ্যম বা ফোনে, কোথাও পাওয়া যায়নি তাকে। তবে সে আড়াল ভেঙে বুবলী এখন দেশেই আছেন। মধ্যে ছিলেন আমেরিকার নিউইয়র্কে। গত নভেম্বরে দেশে ফিরেছেন এ চিত্রনায়িকা।

হঠাৎ আমেরিকায় চলে যাওয়া প্রসঙ্গে বুবলী বলেন, ‘বীর মুক্তি পাওয়ার কিছুদিন পরই আমি দেশের বাইরে যাই। ২০১৯ সাল থেকেই আমি পরিকল্পনা করছিলাম, দেশের বাইরে যাওয়ার। অ্যাকচুয়েল কোনো পরিকল্পনা ছিল না। যেহেতু কাজের চাপ নেই, হাতে থাকা ছবির কাজও শেষ করেছি, তাই ভাবলাম দেশের বাইরে যাই। তখন আমি আমেরিকায় যাই।’

এর মধ্যে তার এমন আড়ালে থাকার দিনগুলোতে নায়িকাকে নিয়ে গুঞ্জন রটে ‘অন্তঃসত্ত্বা বুবলী। শাকিবের সন্তানের মা হতে চলেছেন তিনি।’ শাকিবের সঙ্গে টানা বেশকিছু ছবি করার ফলেই এ ধরনের গুঞ্জন চাউর হয়। তবে সে গুঞ্জনকে এবার উড়িয়ে দিলেন বুবলী। এ ব্যাপারে কিছু খোলাসা না করলেও, কেউ কেউ বলছেন আপনি সন্তানের মা হয়েছেন- এমন প্রশ্নে বুবলী বলেন, ‘আসলে আমার প্রেম, বিয়ে, সংসার, সন্তান এসব নিয়ে সব সময় নানা ধরনের কথা হয়েছে। আমার কাছে মনে হয়, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা নাই বলি। সময়ের সঙ্গে সবকিছুই পরিষ্কার হবে। আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, কাজের জন্য সবাই আমাদের ভালোবাসেন। তাই আমিও চাই না, ব্যক্তিগত জীবন কাজের চেয়ে বেশি ফোকাসড হোক। শুরু থেকে আমি এভাবেই চলার চেষ্টা করেছি। একতরফা অনেকে অনেক কিছুই শোনেন।’

এর সঙ্গে যোগ করে বুবলী বলেন, ‘এটাও ঠিক, আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও অনেকে অনেক কিছু জানতে চান। সেই চাওয়া ও আগ্রহকে অবশ্যই সম্মান করি। তাই বলে অনেক কল্পকাহিনী শুনে আপনারাও অনেক কিছু একতরফাভাবে বাছবিচার করে ফেলবেন না যেন। এমনটা করবেন না। সময়টুকুর প্রতি সম্মান দিন। সবকিছু একটা নির্দিষ্ট সময় পর সবার কাছে পরিষ্কার হয়। আমি বলব, গল্পের পেছনেও অনেক গল্প থাকে, তাই আমরা আপাতত ওসবে কান না দিই।’

বুবলী জানান, ফিল্ম রিলেটেড কোর্স করতেই তার নিউইয়র্কে যাওয়া। সেখানে নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে অ্যাক্টিং ফর ফিল্ম ওয়ার্কশপের ওপর একটি কোর্স করেছেন তিনি। শিগগিরই ফের চলচ্চিত্রাঙ্গনে ফিরবেন। সিনেমা, বিজ্ঞাপনে কাজের কথা চলছে। এছাড়া নিরব ও বুবলী অভিনীত সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবিটি এ বছর মুক্তির কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English