রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

অপূর্ব’র জরুরি প্লাজমা দরকার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

করোনা ভাইরাসে আক্রান্ত ছোটপর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা চলছে তার। গতকাল বুধবার (৪ নভেম্বর) থেকে খানিকটা উন্নতি হয়েছে তার শারীরিক অবস্থার। সেজন্য চিকিৎসকরা অপূর্বকে করোনার বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে সাধারণ কেবিনে রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে দুশ্চিন্তা এখনো কাটেনি। এই অভিনেতার জ্বর এখনো কমছে না। অপূর্ব’র পরিবার সুত্রে জানা গেছে, জরুরি ভিত্তিতে অপূর্ব’র জন্য এ পজিটিভ প্লাজমার প্রযোজন। নাট্যনির্মাতা শিহাব শাহীন বেশ কয়েকবার ফেসবুকে পরিচিতদের অনুরোধ করেছেন, করোনাজয়ী কেউ থাকলে যেন অপূর্ব’র জন্য এগিয়ে আসেন। সেখানে তিনি জরুরি যোগাযোগ করতে 01707991331/01730611351 নম্বরগুলোও শেয়ার করেছেন। আরও অনেকেই ফেসবুকে অপূর্ব’র জন্য প্লাজমা্ চেয়ে অনুরোধ করেছেন। তবে এখন পর্যন্ত প্লাজমা পাওয়া যায়নি বলে জানা গেছে।

তাই অপূর্ব’র পরিবার প্লাজমার জন্য এ পজিটিভ গ্রুপের করোনাজয়ীদের কাছে অনুরোধ করেছেন। প্লাজমা দিতে আগ্রহীদের অবশ্যই ঢাকার মধ্যে হতে হবে।

এর আগে গত ৩ নভেম্বর রাতে জিয়াউল ফারুক অপূর্বর শরীরের অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করানো হয়। সঙ্গে সঙ্গে নেওয়া হয় আইসিইউতে। তারও একদিন আগে করোনা পজেটিভ ফল হাতে পান এই অভিনেতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English