শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

অবশেষে ভিভোর সঙ্গে চুক্তি বাতিল করলো বিসিসিআই

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ২৫ জন নিউজটি পড়েছেন

আইপিএল-এর টাইটেল স্পনসর চীনা মোবাইল ভিভোর সঙ্গে চুক্তি বাতিল করল বিসিসিআই। এবারের টুর্নামেন্টে আইপিএল-এর টাইটেল স্পসনসর থাকছে না ভিভো। চীন ও ভারতের মধ্যে বর্ডারের সংঘর্ষের পর থেকেই চীনা সামগ্রীর বিরুদ্ধে দাবি উঠতে থাকে দেশ জুড়ে। এটা তারই ফল বলে মনে হচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) এতদিন টাইটেল স্পনসর ছিল ভিভো। কিন্তু এই বছর তারা আর থাকছে না আইপিএল-এর সঙ্গে, বুধবারই তা জানিয়ে দিয়েছিল সংস্থা। ভিভো ২০১৮তে আইপিএল-এর সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিল এবং তার জন্য ২,১৯৯ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছে।

রবিবারই বিসিসিআই জানিয়েছিল, সব স্পনসরকেই রেখে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবারই জানিয়ে দিল ভিভো থাকছে না। কিন্তু লাদাখে ভারত-চীন সংঘর্ষ এবং সোশ্যাল মিডিয়ায় টানা চীনা পণ্যের বিরুদ্ধে প্রচারের ফলে ভিভো সরে দাঁড়ালো। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল, এ বারের আইপিএল হবে সংযুক্ত আরব আমিরাতে। ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর চলবে এই টুর্নামেন্ট।

রবিবারই আইপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য পিটিআইকে জানিয়েছিল, তাঁদের সব স্পসনসরই থাকছে এ বারের আইপিএলএ। তিনি বলেছিলেন, ‘আমি যেটা বলতে পারি যে আমাদের সব স্পনসর আমাদের সঙ্গে রয়েছে।’

ইউএই-তে এ বারের আইপিএল-এর ম্যাচগুলো হবে দুবাই, শারজা ও আবু ধাবিতে। যদিও সবটাই নির্ভর করছে সরকারের অনুমতির উপর।

বিসিসিআই প্রেস রিলিজ দিয়ে জানিয়েছিল, ‘আইপিএল গভর্নিং কাউন্সিল এদিন আলোচনায় বসেছিল ভিডিও কনফারেন্সের মাধ্যনে ভিভো আইপিএল-এর বিভিন্ন বিষয় নিয়ে। কোভিড-১৯ পরিস্থিতির দিকে নজর রেখে এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজা ও আবু ধাবিতে হবে টুর্নামেন্ট। সবটাই নির্ভর করছে ভারত সরকারের অনুমতির উপর।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English