শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

অবসরে রাবির ১৮ অধ্যাপক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবসরে গেলেন ১৮ জন অধ্যাপক। গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ কর্মজীবন সফলভাবে শেষ করেন তারা। তবে নিয়ম অনুযায়ী আগামী এক বছর পিআরএল (পোস্ট রিটায়ারমেন্ট লিভ) সুবিধা পাবেন এ সব অধ্যাপক।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত এক পত্রে ১৮ জন অধ্যাপককে পিআরএল-এ যাওয়ার বিষয়টি অবহিত করা হয়।

অবসরে যাওয়া শিক্ষকরা হলেন- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. মোজাফফর হোসেন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং (বর্তমানে ফাইন্যান্স) বিভাগের মো. মতিয়ার রহমান, লোক প্রশাসন বিভাগের ড. এটিএম ওবায়দুল্লাহ, মার্কেটিং বিভাগের সনজীব কুমার সাহা, সমাজবিজ্ঞানের ড. মো. ফায়জার রহমান, রাষ্ট্রবিজ্ঞানের ড. নাসিমা জামান।

ইংরেজি বিভাগের বেগম শেহনাজ ইয়াসমিন, আরবী বিভাগের ড. মো. আব্দুস সালাম, একই বিভাগের ড. মো. আব্দুল সালাম মিঞা, পদার্থবিজ্ঞানের ড. মো. গোলাম মর্তুজা, একই বিভাগের ড. লায়লা আর্জুমান্দ বানু, ফার্মেসি বিভাগের ড. মো. আনোয়ারুল ইসলাম, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ড. রকীব আহমেদ, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সুভাষ চন্দ্র শীল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. আনসার উদ্দীন।

এ দিকে পিআরএল-এ যাওয়া শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে শিক্ষা ও গবেষণা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অধ্যাপনার পাশাপাশি অনেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজও দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English