বলিউড অভিনেত্রী গওহর খানের আগামী ৬০ দিন সব ধরনের শুটিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাকে মঙ্গলবার অসহযোগিতার নোটিশ দিয়েছে ৩২টি ছবি নির্মাতা পরিষদের আমরেলা বডি ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে ইমপ্লয়িজ। করোনাভাইরাস পজিটিভ হওয়ার পরও কোয়রেন্টিন নিয়ম না মানায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এদিকে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কোভিড আক্রান্ত হওয়া নিয়ে প্রতারণা করায় এ আবেদনময়ী অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন। কর্পোরেশনের কর্মকর্তারা দাবি করেছেন, করোনায় আক্রান্ত হওয়ার পরও তিনি শুটিং করেছেন।
সহকারী মিউনিসিপাল কমিশনার বলেন, আমাদের কর্মীরা গওহর খানের বাড়িতে গিয়েছিলেন। ১১ মার্চ তিনি মুচলেকা দিয়েছেন বাড়ির বাইরে বের হবেন না। পরবর্তীতে আমরা অভিযোগ পাই তিনি বাসার বাইরে যান। এতে তিনি ও অন্যদের জন্য বিপদ ডেকে আনছেন।
গওহর খানের বিরুদ্ধে মামলার একটি কপি টুইটারে পোস্ট করেছে বিএমসি। সেখানে লেখা হয়, কোভিড-১৯ নিয়ম ভঙ্গ করায় বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।