সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

অরুণাচলের নিখোঁজ ৫ যুবকের সন্ধান মিলেছে চীনে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

ভারতের অরুণাচল প্রদেশের নিখোঁজ পাঁচ যুবকের সন্ধান মিলেছে। চীনা সেনারাই তাঁদের নিজেদের এলাকায় খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। তাঁদের ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী৷

এর আগে গত শুক্রবার তাদের চীনা সেনারা আপহরণ করেছেন বলে অভিযোগ করেছিলেন অরুণাচলের কংগ্রেস সংসদ সদস্য নিনং এরিং।

জানা যায়, গত শুক্রবার অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার নাচোতে জঙ্গলে শিকারে গিয়েছিলেন কয়েকজন যুবক৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছ থেকে চীনা সেনারা তাঁদের মধ্য থেকে পাঁচজনকে অপহরণ করে বলে অভিযোগ৷ ওই যুবকদের সঙ্গে থাকা আরো দুই যুবক কোনোক্রমে সেখান থেকে পালিয়ে এসে ঘটনার কথা পুলিশকে জানান৷ এর পরই ভারতীয় সেনার পক্ষ থেকে হটলাইনে চীনের সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়৷

টুইটারে এদিন কিরণ রিজিজু জানিয়েছেন, ‘হটলাইনে ভারতীয় সেনার পাঠানো বার্তার জবাব দিয়েছে চীনের সেনাবাহিনী৷ অরুণাচল প্রদেশের বাসিন্দা পাঁচজন নিখোঁজ যুবকের খোঁজ পেয়েছে তারা৷ সব প্রক্রিয়া সম্পন্ন করে কিভাবে তাদের ভারতের হাতে তুলে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে৷’

যে পাঁচজন ভারতীয় নাগরিককে অপহরণ করা হয় বলে অভিযোগ, তারা ভারতীয় সেনার হয়ে পোর্টার এবং গাইড হিসেবে কাজ করত বলে জানা গেছে। তাদের নাম তোচ সিংকাম, প্রসাত রিংলিং, ডংটু এবিয়া, তানু বেকার এবং এনগুরু দিরি৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English