মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

বগুড়ার শেরপুরে অস্ত্রের মুখে পণবন্দী করে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ শনিবার শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

ওই মামলায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর (পিসিভাটা) এলাকার আফছার আলীর ছেলে সাইফুল ইসলামকে (৪৫) অভিযুক্ত করা হয়।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনীর (প্রাথমিক বিদ্যালয়) জহুরুল ইসলামের স্ত্রী ঘর থেকে বের হন। এসময় আগে থেকে ওঁতপেতে থাকা সাইফুল অস্ত্রের মুখে ওই গৃহবধূকে পণবন্দী করে ফেলেন। একপর্যায়ে তাকে পাশের রাজিব মিয়ার বসতবাড়িতে নিয়ে যাওয়া যান। এরপর সেখানে ওই গৃহবধূকে ধর্ষণ করেন সাইফুল। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাইফুল পালিয়ে যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আব্দুল কালাম আজাদ জানান, এ ঘটনায় একটি মামলা নেয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত সাইফুল ইসলামকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English