বলিউডে ‘ভাইজান’ সালমান খান মানেই চমক। দর্শকরা অপেক্ষায় থাকেন তার সিনেমার খবর শুনতে। কবে আসবে ভাইজানের পরের আকর্ষণ? ২০২০ সালে সালমান ঘোষণা দেন, তার পরের চমক আসছে। সেই থেকে অপেক্ষায় দর্শকরা।
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সালমান খান ‘রাধে’ ছবির পোস্টার প্রকাশ করলেন। পোস্টারে দুই বছর পর ফের চেনা ছন্দেই সালমান খানকে দেখা গেলো।
শনিবার সালমান তার ইনস্টাগ্রামে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির পোস্টার শেয়ার করেন। পোস্টারের প্রথম ঝলক ২০০৯ সালের ‘ওয়ান্টেড’ ছবির ফ্ল্যাশব্যাক বলে মনে হতে পারে। সালমানের সেই সুঠাম চেহারা, হাতে পিস্তল ও গম্ভীর মুখ। ‘রাধে’ ছবিটিও ‘ওয়ান্টেড’ এর মতো অ্যাকশন ঘরানার ছবি। এবারও এটি পরিচালনা করেছেন প্রভু দেবা।
এর আগে নিজের জন্মদিনে ভক্তদের সালমান জানান, এ বছরের ১৩ মে ‘রাধে’ ছবিটি মুক্তি দেওয়া হবে। কথা রাখলেন তিনি। এদিন ভক্তদের নিরাশ না করে জানিয়ে দিলেন ‘রাধে’ মুক্তির তারিখ।
ছবিতে সালমান ছাড়াও রয়েছেন, দিশা পাটানি, জ্যাকি শ্রফ ও রণদীপ হুদা। ‘রাধে’র মুক্তি নিয়ে শুরু থেকেই চলছিল টানাপড়েন। প্রথমে ওটিটিতে মুক্তি দেওয়ার কথা থাকলেও পরে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি করার আবেদন জানিয়ে সালমানকে চিঠি লিখেন হল মালিকরা। তারা মনে করেন, সালমানের ছবির হাত ধরেই লকডাউনের লোকসানের পর ফের বক্স অফিস চাঙ্গা হবে।
আর হল মালিকদের নিরাশ করেননি সালমান। অবশেষে আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’, অ্যামাজন বা নেটফ্লিক্সে নয়।