শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

আইডি নাম হারিয়ে যাচ্ছে ফেসবুকে!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৬৩ জন নিউজটি পড়েছেন
ফেসবুক

হঠাৎ করেই ফেসবুক ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। ফেসবুকে এবার সেরকম কিছু নতুন সমস্যা দেখা দিয়েছে। ফেসবুক আইডি লগিন করতে না পারাসহ অনেকের আইডি থেমে নাম হারিয়ে যাচ্ছে।

তবে এ সমস্যা ক্ষণস্থায়ী বলে জানা গেছে। সোমবার (০৮ মার্চ) মধ্যরাত থেকে এ সমস্যা শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ সমস্যা থাকতে পারে। মেইনটেন্যান্সের কারণে বিশ্বজুড়ে এ সমস্যা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে দেখা যায়, একাধিক ব্যক্তির আইডি থেকে নাম মুছে গেছে। তবে এ সমস্যা ব্যবহারকারী নিজের মতো করে সমাধান করে নিতে পারেন।

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্লাটফর্ম ‘সাইবার ৭১’ জানিয়েছে, বহু ব্যবহারকারী তাদের আইডিতে নাম মুছে যেতে দেখছে। তবে সেটিংসে গিয়ে নাম ঠিক করে নিতে পারেন। এজন্য ব্যবহারকারীকে আইডিতে প্রবেশ করে সেটিংসে যেতে হবে। সেটিংয়ের জেনারেল অপশনে গিয়ে নেম-এ ক্লিক করে চেঞ্জ নেমে গিয়ে সিলেক্ট প্রিভিয়াস নেমে নিজের নামটি সিলেক্ট করে সেভ করলে নাম সেভ হবে। (Settings> General > Name> Change Name> Seltect Previeous Name> Save.

এদিকে সোমবার রাত থেকে অনেক আইডিতে লগইন করতে গেলে একটি মেসেজ দেখাচ্ছে ফেসবুক। সেখানে লেখা হয়েছে, ‘ফেসবুক খুব শিগগিরই চালু হবে। প্রয়োজনীয় মেইনটেন্যান্সের জন্য এই মুহূর্তে ফেসবুক ডাউন আছে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন।’

বাংলাদেশে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা বড় প্ল্যাটফর্ম ‘সাইবার ৭১’-এর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, মেইনটেন্যান্সের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক ব্যবহারে সমস্যা হচ্ছে। বহু ব্যবহারকারী লগইন করতে গেলে ফেসবুক বন্ধ পাচ্ছে। যদিও ফেসবুক এ জন্য কোনো পূর্বঘোষণা দেয়নি। তবে দ্রুতই ঠিক হয়ে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English