বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এই সুপারস্টার।
এবার অপেক্ষায় রয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রত্যাবর্তনের। এপ্রিলে শুরু হতে যাওয়া বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টির নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি।
আইপিএলের ১৪ তম আসরে দেশসেরা এই অলরাউন্ডারকে পাওয়ার লোভে অনেক দলই প্রতিযোগিতায় নামতে যাচ্ছে। ভারতের একটি সংবাদ মাধ্যম ধারণা করছে অলরাউন্ডার শ্রেণিতে সাকিবকে পাওয়ার প্রতিযোগিতায় নামতে পারে আইপিএলের তিনটি স্বনামধন্য ফ্র্যাঞ্চাইজি। এই তিনটি ফ্র্যাঞ্চাইজি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব।