সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

আইপিএল: কে হচ্ছেন ‍টুর্নামেন্ট সেরা?

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দিল্লি ক্যাপিটালস ও বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের। জমজমাট এই আসরের সেরা খেলায়াড় কে হবেন তা নিয়ে চলছে আলোচনা!

এক নজরে দেখে নেওয়া যাক সেরার দৌড়ে কারা এগিয়ে আছেন!

জোফরা আর্চার

৩০৫ পয়েন্ট নিয়ে আইপিএলের ‘মোস্ট ভ্যালুয়েবল’ ক্রিকেটারের তালিকায় শীর্ষে রয়েছেন রাজস্থান রয়্যালসের তারকা বোলার জোফরা আর্চার। ১৪ ম্যাচ খেলে ৬.৫৫ ইকোনমিতে আর্চার শিকার করেছেন ২০টি উইকেট। এছাড়া মারকুটে ব্যাটিংয়ে করেছেন ১১৩ রান, হাকিয়েছেন ১০ টি ছক্কা।

লুকেশ রাহুল

এবারের আসরে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লুকেশ রাহুল। ১৪ ম্যাচে তার সংগ্রহ ৬৭০ রান যা টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ।

শিখর ধাওয়ান

দিল্লি ক্যাপটালসকে ফাইনালে তোলার ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে দলের ওপেনার শিখর ধাওয়ানের। ২টি শতকে তার সংগ্রহ ৬০৩ রান। ফাইনালে ভালো কিছু করে দেখালে তার হাতেও উঠতে পারে আইপিএল সেরার পুরস্কার।

জসপ্রিত বুমরাহ

দুর্দান্ত ফর্মে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জসপ্রিত বুমরাহ। ১৪ ম্যাচে ২৭ উইকেট শিকার করেছেন তিনি।

কাগিসো রাবাদা

২৯ উইকেট নিয়ে এবারের আইপিলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি দিল্লির দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ফাইনালে জ্বলে উঠলে তার হাতেও উঠতে পারে আইপিএল সেরার পুরস্কার।

মার্কাস স্টয়নিস

দিল্লির পক্ষে দুর্দান্ত ফর্মে রয়েছেন অস্ট্রেলিয় অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। ব্যাট হাতে ৩৫২ রান ও বল হাতে ১২ উইকেট রয়েছে তার। ফাইনালে আবারো জ্বলে উঠলে তিনিই হতে পারেন এবারের আসরের সেরা খেলোয়াড়।

টুর্নামেন্ট সেরা কে হচ্ছেন তা অনেকটা নির্ভর করছে আজকের ম্যাচে ওপর। অসাধারণ পারফর্ম করে কে এই গৌরব অর্জন করেন সেটাই দেখার বিষয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English