সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

আইসিসির শীর্ষ ৫ সেঞ্চুরিয়ানের তালিকায় তামিম ও লিটন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৪২ জন নিউজটি পড়েছেন

ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি) ওয়ানডেতে ২০২০ সালের শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ানের নাম প্রকাশ করেছে। যেখানে তালিকার দ্বিতীয় আর তৃতীয় অবস্থান দখল করেছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। তামিম ইকবাল দ্বিতীয় এবং লিটন দাস তৃতীয় স্থানে আছেন।

করোনার কারণে ২০২০ সালে মার্চের পর আর কোনো ওয়ানডে ম্যাচই খেলার সুযোগ হয়নি টাইগারদের। তবুও ১ ম্যাচ খেলেই দলটিরই দুজন ব্যাটসম্যানই আছেন আইসিসির সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরিয়ানের তালিকায়।

২০২০ সালে টাইগার দলের দুই ব্যাটসম্যান তামিম আর লিটন দুটি করে সেঞ্চুরি করেছেন। মজার বিষয় হলো, তারা দুজনই ওপেনার আর দুজনই এই জোড়া সেঞ্চুরি করেছেন একটি সিরিজেই।

গতবছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। ওই সিরিজে অনেক রেকর্ডই নতুন করে লেখা হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। দুর্দান্ত ব্যাটিং করেন তামিম আর লিটন। এমনকি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তামিম ১৩৬ বলে করেন ১৫৮ রান। যেটি ছিল ওয়ানডেতে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। যদিও সেই রেকর্ডটি টিকেছিল মাত্র এক ম্যাচই। কারণ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৪৩ বলে ১৭৬ রানের ইনিংস খেলে বসেন লিটন। যেটি এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। একই ম্যাচে ১০৯ বলে ১২৮ রান করেন তামিমও।

দেশের হয়ে সেরা ইনিংস খেলা সিরিজে লিটন প্রথম ওয়ানডেতেও সেঞ্চুরি করেছিলেন। প্রথম ম্যাচে ১০৫ বলে ১২৬ রানের আরেকটি চোখ ধাঁধানো ইনিংস বেরিয়ে এসেছিল এই তরুণের উইলো থেকে। আর এই সেঞ্চুরির সুবাদেই তারা দুজন আইসিসির সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরিয়ানের তালিকায় নাম তুলেছেন।

এছাড়া তিনটি সেঞ্চুরি করে এই তালিকায় এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। আর চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকা ব্যাটসম্যানরাও দু’টি করে সেঞ্চুরি পেয়েছেন গত বছর। তারা হলেন- ওমানের আকিব ইলিয়াস এবং অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English