বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪৭ জন নিউজটি পড়েছেন
আইয়ুব বাচ্চু

ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৯ বছর পূর্ণ করতেন তিনি। মৃত্যুর পর এটি তার তৃতীয় জন্মদিন। তিনি না থাকলেও তার রেখে যাওয়া অগণিত ভক্ত-অনুরাগীরা আজ তাকে স্মরণ করছেন, তার জন্মদিনে নিজেদের মতো করে উদযাপন করছেন। প্রায় তিন যুগের ক্যারিয়ারে আইয়ুব বাচ্চু উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। নব্বই দশকে ব্যান্ড সংগীতের জোয়ারে তারণ্যকে ভাসিয়েছে আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবি। ফেরারি মন, চলো বদলে যাই, এখন অনেক রাত, হকার, আমি বারো মাস তোমায় ভালোবাসি, কষ্ট পেতে ভালোবাসি এবং রূপালী গিটারসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আইয়ুব বাচ্চু। তারকা খ্যাতির তুঙ্গে অবস্থান করলেও তিনি ছিলেন সাধারণ মানুষের ধরা ছোঁয়ার মধ্যে।
শ্রোতা-ভক্তদের কাছে ‘এবি’ নামে পরিচিত ছিলেন তিনি। আইয়ুব বাচ্চুর হঠাৎ মৃত্যুতে শুধু সংগীত জগত নয়, কেঁদে উঠেছে আপামর জনতা। ১৬ আগস্ট ১৯৬২ সালে চট্টগ্রামে জন্ম নেন আইয়ুব বাচ্চু। তার বাবা ইশহাক চৌধুরী এবং মা নুরজাহান বেগম। তাদের পরিবার ছিল একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার। পরিবারের নিষেধ সত্ত্বেও গানের প্রতি ভালোবাসা থেকে দেশ জয় করেছেন। বাংলা ব্যান্ড সংগীত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ মাতিয়েছেন তিনি।আইয়ুব বাচ্চু চলে গেছেন, কিন্তু রেখে গেছেন অনেক অমর সৃষ্টি। যে সৃষ্টির মাধ্যমে তিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্ম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English