শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

আগস্টে আরও ৬০ লাখ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪৪ জন নিউজটি পড়েছেন
স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, ‘ন্যায্যতার ভিত্তিতে বিশ্বের সব দেশে করোনার টিকা নিশ্চিতের প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে আগে ১ লাখ ফাইজারের টিকা এরই মধ্যে এসেছে। আগামী মাসে (আগস্ট) আরও ৬০ লাখ টিকা আসবে। আমরা কাল চিঠি পেয়েছি।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেশন সেন্টার পরিদর্শন শেষে শনিবার (১০ জুলাই) দুপুরে সাংবাদিকদেরকে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে টিকার সংকট ছিল। কিন্তু তা আস্তে আস্তে কেটে যাচ্ছে। দেশের টিকার সমস্যা আল্লাহর রহমতে কেটে গেছে। এরই মধ্যে দেশে ৪৬ লাখ টিকা এসেছে। আপনার শুনে আনন্দিত হবেন গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে চিঠি পেয়েছি। কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় আরও ৬০ লাখ টিকা দেয়ার জন্য আমাদের কাছে চিঠি এসেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে এই টিকা দেশে আসবে।’

তিনি আর বলেন, চীনের কাছ থেকে বড় ধরনের টিকার চালান আসবে। আগস্টের মধ্যে সিরামের ১০ লাখ টিকা পাওয়ার আশা রয়েছে। এর থেকে বেশিও আসতে পারে। এক থেকে দেড় মাসের মধ্যে পৌনে দুই থেকে দেড় কোটি টিকা বাংলাদেশের হাতে থাকবে। এছাড়া আরও কিছু টিকা অগাস্ট মাসে আসার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English