শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

আগামী তিন বছরে ৩টি বিশ্বকাপ; দুটিই ভারতে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছরের মতো স্থগিত করেছে আইসিসি। এমন সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ড সবচেয়ে বেশি লাভবান হবে। এবারের আইপিএলও তারা আয়োজন করতে পারবে। তাছাড়া আগামী তিন বছরে অনুষ্ঠিতব্য তিনটি বিশ্বকাপের মাঝে ২টিই হবে ভারতে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেছে ২০২১ সালে। এছাড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজকও ভারত।

ভারতীয় বোর্ড চায়, পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে। আর ২০২২ সালের টুর্নামেন্টটি হোক অস্ট্রেলিয়ায়। অন্যদিকে অস্ট্রেলিয়াও দাবি জানিয়েছে, সামনের বছরের বিশ্বকাপ হোক তাদের দেশে, পরেরটা করুক ভারত। এদিকে সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় বোর্ড চায় না পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করতে। তাহলে তাদের বাণিজ্যিক ক্ষতি হতে পারে। জানা গেছে, নতুন আইসিসি প্রধান এবং তার অধীনে নতুন কমিটি এসে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সামনের বছরের ফেব্রুয়ারিতে মেয়েদের বিশ্বকাপ আছে নিউজিল্যান্ডে। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ বছরের শুরুর দিক থেকে শেষে নিয়ে যাওয়া হচ্ছে। ২০১১ সালে শেষবার দেশের মাটিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। আইসিসি নিশ্চিত করেছে, ২০২১ এবং ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে পর-পর দুই বছর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। আবার ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ। অর্থাৎ, তিন বছরে তিনটি বিশ্বকাপ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬টি দল খেলবে। একেকটি দলে ১৬ জন করে ক্রিকেটার এবং আরও ১০ জন করে কোচ-সহকারী কোচেরা থাকবেন। তার মানে ১৬টি দল মিলিয়ে কমপক্ষে ৪১৬ জনের উপস্থিতি। এখনও অনেক দেশে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আছে। এদিকে অস্ট্রেলিয়ায় ক্রিকেটের বড় প্রতিযোগিতা হলে একটা বড় লভ্যাংশ আসে ট্যুরিজম থেকে। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে সেটা সম্ভব নয়। তাই সব মিলিয়ে পিছিয়ে গেছে বিশ্বকাপ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English