শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার; দুই অপহরনকারী গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ এস এম শামীম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৬১ জন নিউজটি পড়েছেন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৪

বরিশালের আগৈলঝাড়ায় দশম শ্রেণী পড়ুয়া অপহৃতা স্কুল ছাত্রী অপহরণের চার দিন পরে উদ্ধার, দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা বাজারে কসমেটিক্স এর দোকানের সুবাদে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ঝিলবুনিয়া গ্রামের মৃত সুরেন্দ্র নাথ মিস্ত্রীর ছেলে অনিক মিস্ত্রী (২৮)। ছেলের সাথে ভাড়া বাসায় থাকতেন তার পরিবার। বাজারে ব্যবসার সুবাদে ওই পথে যাতায়াত করতো স্থানীয় বারপাইকা স্কুলের দশম শ্রেণীর স্কুল ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে বিয়ের প্রলোভনে অনিক ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলো। স্কুল ছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানালে তারা অনিকের পরিবারের কাছে বিষয়টি জানালে অনিকের পরিবার কোন প্রতিকার না করে বরং তাকে (অনিককে) উস্কে দেয়।

ঘটনার দিন গত সোমবার (৩১মে) সন্ধ্যায় স্কুল বাজার থেকে নিজ বাড়িতে ফেরার সময় বাড়ির সামনের রাস্তায় পৌছলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা অনিক ও তার লোকজন স্কুল ছাত্রীকে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুঁজি শেষে মেয়ে অপহরণের বিষয়টি জানতে পেরে স্কুল ছাত্রীর বাবা চার জনকে আসামী করে বৃহস্পতিবার দুপুরে থানায় অপহরণ মামলা দায়ের করেন, যার নং- ২(৩.৬.২১)।

পুলিশ সোর্স ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। এসময় অপহরক অনিক মিস্ত্রী (২৮) ও তার মা আভা রানী মিস্ত্রী (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English