বরিশালের আগৈলঝাড়ায় আইন শৃংখলা ও মাসিক সমন্বয় ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে আইন শৃংখলা ও মাসিক সমন্বয় ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এ সময় ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম, কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, শফিকুল ইসলাম টিটু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত প্রমুখ।
সভায় উপজেলায় আইন শৃংখলার কোন অবনতি না হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বক্তারা।