বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

আগৈলঝাড়ায় করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ

আগৈলঝাড়া প্রতিনিধিঃ এস এম শামীম
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৬৫ জন নিউজটি পড়েছেন
কোভিডের তৃতীয় ঢেউ ঠেকাতে পারবে ভারত?

বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগের সপ্তম দিনে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের টিকা গ্রহন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সুরক্ষা কক্ষে টিকা নিয়েছেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানাসহ বিভিন্ন শ্রেনীর নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন। উপজেলা হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগের জন্য ৪শত ভায়াল ভ্যাক্সিন পেয়েছেন। একটি ভায়াল দিয়ে ১০জনকে টিকা দেওয়া হয়। দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগের সপ্তম দিনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সেবিকা, সংবাদিকরা টিকা নিয়েছেন। সাতদিনে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন প্রায় ১৪৩১জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English