সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

আবারও একসঙ্গে মোশাররফ করিম-তিশা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

আবারও নাটকে জুটি হলেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা। নাটকের নাম ‘ইহার চেয়ে উহাই উত্তম’। রচনা ও পরিচালনা করেছেন সোহেল হাসান।

নাটকটি শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে। এতে দেখা যাবে, বরিশালের প্রত্যন্ত এক গ্রামের দরিদ্র পরিবারের ছেলে মোশাররফ করিম। কৃষিকাজ করে কোনোমতে জীবনধারণ করে। যাত্রাপালা তার শখ।

দিনে কৃষিকাজ করে আর রাতে গ্রামের লোকজনদের নিয়ে যাত্রাপালার আসর বসায়। দরিদ্র হলেও স্ত্রী তিশাকে নিয়ে খুব সুখী সে। অভাব-অনটন তাদের ভালোবাসায় কোনো প্রভাব ফেলে না। একদিন শহর থেকে আসা এক ভাগ্নেকে দেখে চমকে যায় সে।

দামি পোশাক, ঘড়ি, ফোন আর গলায় সোনার চেইন পরা ভাগ্নের কাছে জানতে চায় তার এ পরিবর্তন কীভাবে হল। ভাগ্নে জানায়- সে ঢাকায় ব্যবসা করে। টানাপোড়েনের জীবন আর ভালো লাগে না বলে ভাগ্নেকে তার সঙ্গে ঢাকায় নিয়ে যেতে অনুরোধ করে। ভাগ্নে রাজি হলেও স্ত্রী তিশা তাকে যেতে দিতে চায় না।

নিজেদের যা আছে তাতেই চলবে-এই বলে থামাতে চাইলেও মোশাররফ ভাগ্নের সঙ্গে চলে যায়। ঢাকায় ভাগ্নে তাকে যে কাজ দেয় তা সে ঠিক ঝুঝতে পারে না। এক রাতে শুধু একজনকে একটি প্যাকেট দিয়ে আসায় অনেক টাকা দেয় তাকে। কিন্তু বিপত্তি ঘটে যখন পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প।

এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, আমাদের আশপাশে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়েই নাটকটির গল্প তৈরি হয়েছে। ব্যতিক্রমধর্মী গল্পে অভিনয় করতে সব সময়ই ভালো লাগে। এ নাটকটিও আশা করছি দর্শকের ভালো লাগবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English