শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

আবারো তাপসীকে কটাক্ষ কঙ্গনার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে এরইমধ্যে বেশ জলঘোলা হয়েছে। এই আলোচনায় বেশ কয়েকবার উঠে এসেছে কঙ্গনার নাম। এ নিয়ে তাপসী পান্নুকেও কটাক্ষ করেছেন তিনি। আবারো সেই আলোচনা উঠে এলো। এবার তাপসীর বিরুদ্ধে টুইটে একেবারে বিস্ফোরক অভিযোগ করে বসলেন কঙ্গনা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিচারে তাপসীই একমাত্র বাঁধা হয়ে দাঁড়াচ্ছেন বলেই অভিযোগ তার। তাপসীর একটি সাক্ষাত্কারের অংশ টুইটারে শেয়ার করেন কঙ্গনা। সঙ্গে লেখেন, ‘তাপসী দাবি করেন টিআরপির জন্য নাটক তিনি করতে পারবেন না। ওনার ক্যারিয়ার অস্তিত্বহীন। ওই ক্যারিয়ার নিয়েই উনি সুশান্তকে বিচার পাইয়ে দেওয়ার গোটা দেশের উদ্যোগকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। টিআরপির জন্য একজনের কিছু সঠিক পয়েন্টের প্রয়োজন। বুদ্ধির প্রয়োজন। উপযুক্ত বক্তব্য রাখতে হয়। আর সর্বোপরি হতে হয় স্পষ্ট বক্তাও।’

আরো একটি টুইটে তাপসীকে ‘লোভী’ বলেও কটাক্ষ করেছেন ‘কুইন’। তার দাবি, ‘তাপসীর মতো লোভী মানুষের লজ্জা থাকা দরকার।’

শুধু আক্রমণই নয়, কীভাবে তাপসী একজন প্রথমসারির অভিনেত্রী হয়ে উঠবেন টুইটে সেই টিপসও দিয়েছে টিম কঙ্গনা। ভালো অভিনয়, ব্যক্তিত্ব এবং একটি সলো হিট ছবি নিজের সাফল্যের ঝুলিতে থাকা প্রয়োজন বলেই পরামর্শ তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English