শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

আবার পিছিয়ে গেল কেজিএফ টু

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৪৬ জন নিউজটি পড়েছেন
আবার পিছিয়ে গেল কেজিএফ টু

চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা অন্যতম একটি সিনেমা ‘কেজিএফ চ্যাপটার টু’। করোনা মহামারীর কারণে শুটিং থেকে মুক্তির তারিখ সবই বেশ কয়েকবার পিছিয়েছে সিনেমাটির।

এবার দর্শকদের জন্য আরও একটি মন খারাপ করা খবর। চলতি মাসের ১৬ তারিখ মুক্তি পাচ্ছে না সিনেমাটি। ‘কেজিএফ টু’ সিনেমার একজন ক্রু মেম্বার রাভেনা টান্ডন৷ তিনি এ তথ্যটি নিশ্চিত করেছেন।

রাভেনা তার নিজ টুইটার অ্যাকাউন্টে সিনেমাটির একটি পোস্ট শেয়ার করে এক টুইট বার্তায় লেখেন, ‘প্রেক্ষাগৃহ যখন গ্যাংস্টার দিয়ে পরিপূর্ণ থাকবে ঠিক তখনই কেজিএফের দৈত্য আপনাদের সামনে চলে আসবে। খুব শিগগিরই সিনেমাটির মুক্তির নতুন তারিখ জানানো হবে। আর কিছুটা দিন ধৈর্য ধরুন।’

অর্থাৎ পূর্ব ঘোষিত তারিখ ১৬ জুলাই মুক্তি পাচ্ছে না এ সিনেমা।

প্রসঙ্গত, ‘কেজিএফ চ্যাপটার টু’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। সিনেমাটি একযোগে বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গতবছর করোনায় লকডাউনের কারণে সিনেমাটির শুটিং পিছিয়ে যায়৷ অবশেষে চলতি বছর শেষ করা হয় এর কাজ।

‘কেজিএফ চ্যাপটার ওয়ান’- এর অসাধারণ সাফল্যের জন্যই দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শক আগ্রহ কয়েক গুণ বেশি৷ সবাই অপেক্ষা করছেন সুপারস্টার যশকে এ সিনেমায় দেখার জন্য৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English