শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

আবার পেশাদার ক্রিকেটের প্রশিক্ষণ নেবেন শহীদ কাপুর

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩৭ জন নিউজটি পড়েছেন

‘কবির সিং’ সুপারহিট হওয়ার পর সবার এখন নজর এখন বলিউড তারকা শহীদ কাপুরের পরের ছবির ওপর। এবার তাঁকে আবার এক দক্ষিণ ভারতীয় ছবির রিমেকে দেখা যাবে। গৌতম তিন্নুরী পরিচালিত ছবিটির নাম ‘জার্সি’। এখানে ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন শহীদ।

এই ছবির জন্য একজন পেশাদার ক্রিকেটারের মতোই কড়া অনুশীলন করেছিলেন এই বলিউড নায়ক। চণ্ডীগড়ে ‘জার্সি’র শুটিং নির্ধারিত নিয়মমতো এগোচ্ছিল। এর মধ্যে ক্রিকেট খেলতে গিয়ে দুর্ঘটনায় আহত হন শহীদ। মুখে ১৭টি সেলাই লাগে। বেশ কিছুদিন স্থগিত ছিল শুটিং। তবে দ্রুতই সেরে উঠে আবার শুটিংয়ে ফিরেছিলেন শহীদ। তবে করোনার কারণে দ্বিতীয় দফায় থেমে যায় ছবির শুটিং। করোনার প্রকোপ একটু কম হলেই আবার ফ্লোরে ফিরবে ‘জার্সি’। তবে এ ব্যাপারে একদম তাড়াহুড়ো করতে চান না পরিচালক গৌতম। ধীরে ধীরে শুটিংয়ে ফিরতে চান তাঁরা। তবে তার আগে লম্বা প্রস্তুতি নিতে হবে শহীদকে।

নির্মাতারা সাধারণত তাড়াতাড়ি ছবির কাজ শেষ করতে চান। তবে এ ব্যাপারে ব্যতিক্রম গৌতম তিন্নুরী। কোনো তাড়াহুড়ো নেই তাঁর। ধীরস্থিরভাবে নিখুঁত কাজ উপহার দিতে চান তিনি। তেলেগু ভাষার ছবিটিও তিনিই পরিচালনা করেছেন। এ প্রসঙ্গে এই পরিচালক বলেছেন, ‘দীর্ঘ বিরতি যাচ্ছে। তাই শুটিংয়ের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে শহীদকে আবার কড়া অনুশীলন করতে হবে। টানা ১৫-২০ দিনের প্রশিক্ষণ নিতে হবে ওকে। বিশেষ করে ক্রিকেটের নানা খুঁটিনাটিগুলো নতুন করে শিখতে আর অনুশীলন করতে হবে শহীদকে। যাতে পর্দায় কোনোভাবেই ওকে অপেশাদার না লাগে।’

জানা গেছে, এ ব্যাপারে শহীদ নির্মাতাদের সঙ্গে একমত। শহীদের ফিটনেস কোচ রাজীব মেহেরা বলেছেন, শহীদ নিজেও চান আগে অনুশীলন করে তারপর শুটিংয়ে ফিরতে। তা ছাড়া সোজা শুটিংয়ে ফিরলে শহীদের চোট লাগার আশঙ্কা থাকতে পারে। আর ফিটনেস–সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে তাঁর। শুরুর সাত থেকে দশ দিন শহীদকে ফিটনেস–সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ক্রিকেটের প্রশিক্ষণ নেবেন তিনি।’

‘জার্সি’ ছবিতে শহীদের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মৃণাল ঠাকুর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English