সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

আমাদের কেউ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ধৃষ্টতা দেখাতে পারে না : বাবুনগরী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

হেফাজতে ইসলামের আমীর ও হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, আমরা বা আমাদের কেউ কোনোদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার নির্দেশ দেইনি বা আমাদের কেউ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ধৃষ্টতা দেখাতে পারে না।

এ সময় তিনি বলেন, কুরআন ও সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে পড়ায় মুসলমানরা সারা বিশ্বে পদে পদে বিভ্রান্ত ও বিপদগ্রস্ত হয়ে পড়ছেন। এজন্য দুনিয়াবি বিপদ-মসিবত থেকে আমাদের মুক্তি পেতে হলে কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে।

আল জামেয়াতুল আরাবিতুল ইসলামিয়া জিরি পটিয়ার ১১৪তম বার্ষিক ইসলামী সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী আয়োজিত ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের প্রধান মেহমানের বয়ানে তিনি এ কথা বলেন।

ফ্রান্স মহানবী সা:-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে যে ধৃষ্টতা দেখিয়েছেন তা ক্ষমার অযোগ্য বলে তিনি উল্লেখ করেন।

মাওলানা মোহাম্মদ মুছার সভাপতিত্বে আয়োজিত ইসলামী সম্মেলনে তিনি আরো বলেন, ইহুদি-নাসারারা সবসময়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে; তা এখনো বিদ্যমান। কাজেই আমাদেরকে কুরআন ও সুন্নাহর আলোকে পরিপূর্ণ জীবনব্যবস্থা গড়ে তুলতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English